|
---|
সেখ সামসুদ্দিন : ৮ মার্চ, বড়শুল কিশোর সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সমাজের অনন্যা ২০২২ সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ সৌভিক পান, প্রধান সুস্মিতা সরেন, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার, উদ্যোগপতি ও বিশিষ্ট সমাজসেবী বহ্নিশিখা পাঁজা, সংগীতশিল্পী দেবতনয়া গাঙ্গুলী, কবি আঞ্জুমানোয়ারা আনসারী, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস প্রমূখ। এদিন সমাজের বিভিন্ন পেশায় থাকা ৪০ জন মহিলাকে সমাজের অনন্যা সম্মাননা দেয়া হয়। যাদের মধ্যে আছেন কেউ কলেজের অধ্যাপিকা, কেউ গায়িকা, কেউ নৃত্যশিল্পী, কেউ পুলিশ অফিসার, কেউ স্বাস্থ্যকর্মী, কেউ অঙ্গনওয়ারী কর্মী, কেউবা গৃহবধূ তো কেউবা ব্যবসায়ী এ ধরনের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের আজকে নারী দিবসে সম্মান জানানো হল। কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ জানান আগামী দিনে এই অনুষ্ঠান অনেক বড় আকারে করার চেষ্টা করবেন। এবছর প্রথম শুরু করে সংক্ষিপ্ত সময়ের প্রচেষ্টায় যেটুকু পেরেছেন করেছেন।