|
---|
নতুন গতি, মেদিনীপুর: কেশপুর ব্লকের ১নং অঞ্চলের চাঁদমুড়ি গ্রামের ৮বছর বয়সী সনাতন হাঁসদা নামে এক পড়ুয়া বুধবার জলডুব হয়ে মারা যায়। তার পাশে দাঁড়ালো কেশপুর ব্লক টি এম সি সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি। বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে তার পিতামাতার হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও এদিন সঙ্গে ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুর্লভ ঘোষ।