শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ্যোগে ১২ টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান.

 

    নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ‍্য দিয়ে “শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও “মুক্তি” সংস্থার পক্ষ থেকে জেলা মূখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা হাতে ১২ টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হয় । পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভা , খড়গপুর পৌরসভা,ঘাটাল পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র ও গ্ৰামীন এলাকার ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যবহারের লক্ষ্যে এই ১২ টি কনসেনট্রেটর তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা, সহকারী মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃসিদ্ধার্থ দত্ত , প্রাক্তন পৌর প্রসাশক‌ সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার প্রমুখ।

    ডা. ভুবন চন্দ্র হাঁসদা শালবীথির এই প্রয়াসের ভুয়সী প্রসংসা করেন । তিনি বলেন,এই অক্সিজেন কনসেনট্রেটর বহু মানুষের কাজে আসবে । স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই কনসেনট্রেটর পৌঁছালে অনেকেই এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন।” উপস্থিত অতিথিবৃন্দও তাদের বক্তব্যে, এই কর্মসূচির প্রশংসা করেন এবং আগামীদিনে শালবীথি সোশ‍্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের পাশে থাকার অঙ্গীকার করেন ।পরিশেষে শালবীথির সম্পাদিকা উপস্থিত সকলকে ধন্যবাদজ্ঞাপন করেন ।
    শালবীথি পরিবারের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদিকা রীতা বেরা ,সদস্যা দীপান্বিতা খান , অপর্ণা দাস , মধুছন্দা মাইতি , দেবলীনা চ‍্যাটার্জী‌ প্রমুখ।