বনধের প্রথম দিনেই ব্যাহত যান চলাচল পশ্চিম মেদিনীপুরে

নিজস্ব প্রতিবেদক:- বনধের প্রথম দিনেই ব্যাহত যান চলাচল পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৬০০ বেসরকারি বাস পরিষেবা দিয়ে থাকে। কিন্তু দুদিনের ধর্মঘটের প্রথম দিনেই রাস্তায় বের হল না বেশিরভাগ বেসরকারি বাস। সরকারি বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও হয়রান যাত্রীরা। বাস পরিষেবার না পেয়ে মোটা টাকা খরচ করে যাত্রীদের দূরদূরান্ত পাড়ি দিতে হচ্ছে অটোতে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে প্রায় চল্লিশটির বেশি অটো। এক বাস কন্ডাক্টর জানান, ধর্মঘটর দিন রাস্তায় বাস বের করলে ভাঙচুরের সম্ভাবনা রয়েছে। তার দায়িত্ব কেউ নেবে না। তাই দুদিন ধরে রাস্তায় বাস বের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।