ভারত সেবাশ্রম সঙ্ঘের এই শ্রী শ্রী ত্রিশূল উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ধর্মীয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক:- বীরভূমের সিউড়ির লালকুঠি পাড়ার ভারত সেবাশ্রম সঙ্ঘে যে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম অনুষ্ঠান হলো বার্ষিক উৎসব শ্রী শ্রী ত্রিশূল উৎসব। সারা বছর ধরে এলাকার বাসিন্দারা এই উৎসবের জন্য মুখিয়ে থাকেন। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মজয়ন্তীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বছর তাঁর ১২৭ তম জন্মজয়ন্তী। তিনি এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন ১৯৫৬ সালে। এই বছর এই অনুষ্ঠান ৬২ তম বছরে পা রাখল। সিউড়ির ভারত সেবাশ্রম সঙ্ঘের এই শ্রী শ্রী ত্রিশূল উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর ধর্মীয় শোভাযাত্রা, মঙ্গলারতি, গীতা পাঠ, বৈদিক শান্তি যজ্ঞ, মাঙ্গলিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এই ত্রিশূল উৎসবকে কেন্দ্র করে সমাপ্তির দিন অন্ততপক্ষে হাজার দশেক মানুষ ভোগ গ্রহণ করেন। তবে গতবছর করোনা সংক্রমনের কারণে এই সকল সমস্ত কিছু বাতিল করে কেবলমাত্র রীতি মেনে শ্রী শ্রী ত্রিশূল উৎসব আয়োজন করা হয়। চলতি বছর করোনা সংক্রমনের ক্ষেত্রে লাগাম আসায় ফের আগের ছন্দে ত্রিশূল উৎসবকে ফিরতে দেখা গেল। চলতি বছর এইসকল নানান অনুষ্ঠানের পাশাপাশি রবিবার আনুমানিক ১০ হাজার মানুষকে ভোগ খাওয়ানো হয়। এই ত্রিশূল উৎসবের অন্যতম আকর্ষণ হলো অন্নকূট। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ত্রিশূল উৎসব রবিবার এই অন্নকূটের মধ্য দিয়েই সমাপ্ত হলো। তিন দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবা সঙ্ঘ ফিজির স্বামী সংযুক্তানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সভাপতি স্বামী বিশ্বপ্রেমানন্দজী মহারাজ,স্বামী সৌরভানন্দজী মহারাজ, স্বামী শুভ্রানন্দ, সিউড়ি শাখার স্বামী শুভানন্দজী মহারাজ, বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায় প্রমুখ। এই অনুষ্ঠান উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্ঘ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়।