|
---|
শেখ আব্দুল আজিম,চন্ডীতলা, হুগলী : চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের চক কৃষ্ণ রামপুরের খাঁ পাড়াতে গত ২০নভেম্বর গভীর রাত্রে স্থানীয় বাসিন্দা জনৈক শেখ আজিজুর রহমানের একটি চায়ের দোকান সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। ভোররাত্রে যখন কিছু মুসল্লী ফরজের নামাজ আদায় আদায় করতে যাচ্ছিলেন তখনই তাদের ঘটনাটি চোখে পড়ে। এরপর খবর পেয়ে শেখ আজিজুর রহমান যখন তার একমাত্র সম্বল চায়ের দোকানের সামনে এসে দেখেন চায়ের দোকানটি সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে গেছে। উল্লেখ্য কিছু দূরে একটি খালি পেট্রোলের ডিব্বা পাওয়া গেছে। শেখ আজিজুর রহমানের অভিযোগ স্থানীয় বিবাদের জেরে কিছু সমাজ বিরোধী এই অগ্নিসংযোগ করিয়েছেন। তিনি আরো অভিযোগ করেছেন তিনি চক্রান্তের শিকার এই ঘটনায় তিনি আতঙ্কিত। স্থানীয় সুরাইয়া বেগম আরো অভিযোগ করেন তার পঞ্চান্ন বছরের জীবনে এই ধরনের নককর জনক ঘটনা আগে কোনদিন চক কৃষ্ণরামপুরের খাঁপাড়ায় ঘটেনি। উল্লেখ্য শেখ আজিজুর রহমানের দাদা মুজিবর রহমান চারবারের পঞ্চায়েত সদস্য ছিলেন এবং বর্তমানে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমল কংগ্রেসের সহ-সভাপতি। লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন সরজমিনে তদন্ত শুরু করেছেন ।