|
---|
দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বোমবাজিতে তেতে উঠল কুলপির দৌলতপুর। ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিসও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইএসএফের জয়ী পঞ্চায়েত সদস্য কয়েকদিন আগেই তৃণমূল যোগ দিয়েছেন। সেখান থেকে নব্য-পুরনো দ্বন্দ্ব তৈরি হয় শাসকদলের অন্দরে। সোমবার রাত থেকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। বোমাবাজি শুরু হয় দুপক্ষের মধ্যে। ভাঙা হয় তৃণমূল পার্টি অফিসে। এই ভাঙচুরের ঘটনায় ৩ জন আহত হন। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে।
পুলিশের জানিয়েছে, ঘটনার জেরে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত দুই পক্ষের পক্ষ থেকে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও ঘটনার পর থেকেএলাকায় পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবারেও এলাকা ছিল থমথমে।