|
---|
নিজস্ব সংবাদদাতা,বসিরহাটঃ প্রায় এক বছর পুলিশের খাতায় বেপাত্তা, এলাকাতেও দেখা মেলেনি উৎসবের সময়ও, সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ছিল সবেরাত দফাদার কি অদ্য গ্রেফতার হবে? পুলিশ চুপ করে বসে থাকেনি সর্বক্ষণ নজরে রেখেছিল এই আসামিকে অবশেষে ১১ মাস পর গ্রেফতার হাড়োয়া থানার গোপালপুর দু’নম্বর অঞ্চলের সবেরাত দফাদার।
উল্লেখ্য গত ২০১৮ সালের ১৪ ই আগষ্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনের আগের রাত্রে গোপালপুর ২ নং অঞ্চলের খাঁটরা মাছমারা দেওয়ান ঘেরিতে ভেড়ির পাহারাদার রা যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় আচমকা আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তাদের উপর হামলা চালায় সবেরাত দফাদার, আবুল ছাত্তার গাজী, মাজেত মন্ডল,হাণ্ডেল সিরাজ সহ ৫০ জনের অধিকএকটি দুষ্কৃতী দল। সেই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। যার মধ্যে উল্লেখ যোগ্য আসিফ দফাদার ও বাকিবিল্যা বৈদ্য, এই দুইজন এখনো অসুস্থ বলে খবর।উপরোক্ত ঘটনায় ১২ জনের নামে এফআইআর হয় এবং অন্যদের পুলিশ গ্রেফতার করলেও সবেরাত দফাদারের টিকি খুঁজে পায়নি পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে খাটরায় নিজের বাড়িতে হানা দিয়ে সবেরাত দফাদারকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। শনিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। তবে ধৃতের পক্ষ থেকে আদালতে দাবি করা হয় সম্পূর্ণ রাজনৈতিক ভাবে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ।