উদার আকাশের গ্রন্থ উদ্বোধনে খাজিম আহমেদ

নিজস্ব সংবাদদাতা : বহরমপুর জেলা বইমেলার শেষদিন ৩ জানুয়ারি ২০২৩ সৈয়দ মুস্তাফা সিরাজ মঞ্চে প্রকাশিত হল ‘আলোচনায় গঙ্গা পদ্মার সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থ। সম্পদনা করেছেন ড. সুজাতা বাগচী বন্দ্যোপাধ্যায়। বইটি ফারুক আহমেদ উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশ করেছেন।বইটি উদ্বোধন করেন অধ্যাপক শক্তিনাথ ঝা এবং ইতিহাসবিদ-প্রবন্ধিক খাজিম আহমেদ, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন নির্মাল্য ঘরামী এবং সদর মহকুমা শাসক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। দুই বাংলার সাহিত্য নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে। উভয় বঙ্গের সম্প্রীতির বিষয়ভিত্তিক সাহিত্য নির্মাণ সম্পর্কে আলোচনা করেন খাজিম আহমেদ।