বিধায়কের উদ্যোগে ঢালাই রাস্তার কাজের শুভারম্ভ

সম্প্রীতি মোল্লা : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সকলের প্রচেষ্টায় ৮ বছর আগে মঙ্গলকোট ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয় ।  নুতনহাট – কাটোয়াগামী সড়কপথ  থেকে কলেজ যাওয়ার দীর্ঘ রাস্তা অনেকদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল । রাস্তার দীর্ঘতা বেশী হওয়ায় সেই চাহিদা মেটানো দায় হয়ে পড়ে । এই সংবাদ  মঙ্গলকোট বিধানসভার বিধায়কের কানে যেতেই তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায়  দীর্ঘ দেড় কিলোমিটার রাস্তার বুধবার দুপুরে শিল্যানাস করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী । প্রায় ২৫ লক্ষ্য টাকার বাজেটে সড়কপথ থেকে থেকে কলেজ পর্যন্ত ঢালাই রাস্তার কাজ এদিন  থেকেই শুরু হয় । কলেজের ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকারা সকলেই খুশি । মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ফিতে কেটে রাস্তার শিল্যানাস করেন । সঙ্গে ছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী, ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, শিমুলিয়া দু’নম্বর অঞ্চল সভাপতি শেখ মোজাম্মেল হক সহ বিভিন্ন অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, কলেজের ছাত্র-ছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকারা ।