|
---|
নতুনগতি : আজিজুর রহমান, গলসি : ভালো কাজ সবসময় ভালোই হয়। তাতেই যেই বা করুক। পুলিশ নিজেদের দায়িত্ব পালনের সাথে সাথে সমাজের জন্য করা মানবিক কাজের গুরুত্ব অধিক হয় সমাজে। তবে মানবিক সেইসব কাজ নিয়ে বর্তমানে চর্চা কমই হয়ে থাকে। নিত্যদিন পেশার তাগিদে বহু কাজ করতে হয় পুলিশকে। তবে অসহায় মানুষকে চিকিৎসা করানো বা পাশে দাঁড়ানো ঘটনা খুবই কম উঠে আসে নজরে। সকলের অজান্তে নিত্যদিন এমন মানবিক কাজ করছেন গলসির ওসি দীপঙ্কর সরকার ও তার টিম। কখনও মানুষের সুবিধার্থে রাস্তায় আলোর ব্যবস্থা করা। তো কখন অসহায় নিঃস্ব ক্ষুদার্থ মানুষের বাড়িতে খাবার পৌছে দেওয়া। কখনও বা দুস্থ পড়ুয়াদের পোশাক ও বইখাতা পৌছে দেওয়া। আবারও এই রকমই মানবিক একটি ঘটনার স্বাক্ষী রইল গলসির মানুষ। জানা গেছে, মাঝে মধ্যেই থানার মন্দিরে প্রনাম করতে আসেন গলসির বাসিন্দা বছর আশির বৃদ্ধা ভারতী মুখার্জ্জী। তাকে থানার ওসি সহ অনেক অফিসাররা ভালো বাসেন। এমনকি টাকা পয়সা দিয়ে টোটো করে বাড়িতে পৌছে দেন। না এলে খোঁজ খবর নেন থানার অফিসাররা। তবে এদিন থানায় এসে আচমকা অসুস্থ হয়ে পরেন তিনি। ওসির উদ্দ্যোগে তাকে কোলে করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দেন থানার এস আই মহ: ওয়াসীম আক্রম। তারপরই চালক কপিলদেব মন্ডল, সিভিক সুমন্ত মিত্র ও বন্দনা খাতুনরা তাকে স্থানীয় পুরসা হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেন। ঠান্ডায় শ্বাস কষ্ট হওয়ায় তাকে অক্সিজেন দিয়ে সুস্থ করা হয়। কিনে দেওয়া হয় ওষুধ ও ইঞ্জেকশন। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌছে দেওয়া হয়। যা দেখে খুশি হয়েছেন হাসপাতালের কর্মী সহ রোগী আত্মীয়রা। তাছাড়াও পুলিশের এমন কাজকে কুর্নিশ জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোল্লা, সেখ ফিরোজ আহম্মেদ সহ অনেকেই।