|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ভারতের বিশিষ্ট শিল্পপতি তথা পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার আলহাজ্ব মোস্তাক হোসেনের সহযোগিতায় জি.ডি চ্যারিটেবল সোসাইটির ব্যাবস্থাপনায় আল আলাম মিশন এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফেতর উপলক্ষে ১২০০ গরীব দুস্থ মেহেনতি মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো সোমবার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আলাম মিশনের সহ সম্পাদক আব্দুল বারী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর থানার ওসি মাননীয় সুমিত তালুকদার , বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী , জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুজিবর রহমান , আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ , কোষাধ্যক্ষ ফরমান আলী, প্রধান শিক্ষক আকতার হোসেন প্রমুখ ।