|
---|
খান আরশাদ, বীরভূম : বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার ব্যাবস্থাপনায় সোমবার সন্ধ্যায়, এক ইফতারি পার্টির আয়োজন করা হল রাজনগর থানা চত্বরে। মূলত সমাজে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার উদ্দেশেই এই ইফতার পার্টির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অংশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হলেও জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর বরাবরই শান্তিপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। এখনো পর্যন্ত বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে হিন্দু-মুসলিম একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে শামিল হন। এদিন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর তত্বাবধানে এলাকার রোজাদারদের ইফতারি করানো হয়।
উপস্থিত সকল রোজাদারদের টুপী বিতরণ করা হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে। রোজাদারদের সাথে আমন্ত্রিত হয়েছিলেন এলাকার বহু বিশিষ্ট হিন্দু সম্প্রদায়ের মানুষজনও। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, শান্তি কমিটির তরফে মাধব দত্ত, প্রদীপ দে, সেখ নাজু, সেখ মন্টু, মৌলানা শামশুল হক সহ রাজনগর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেনরা। রাজনগর থানার পুলিশ কর্মীদের আপ্যায়ন ও আতিথি পরায়নতায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আমন্ত্রিতরা।