সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে করোনা সংক্রান্ত প্রচার নন্দীগ্রামে

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পক্ষ থেকে শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের এলাকার কয়েকজন সিভিক  ভলেন্টিয়ারদের নিজদের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রান্ত প্রচার করলেন নন্দীগ্রামে। তাঁরা তাঁদের ডিউটি সেরে সন্ধ্যা বেলায় টোটো করে মাইক নিয়ে প্রচার করতে বের হন। শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তাঁরা করোনা ভাইরাস সংক্রান্ত প্রচার করেন। তাঁরা এলাকাবাসীদের জানান এই পরিস্থিতিতে কি করা উচি বা কি করা উচিত নয়। তাঁরা সকলকে বলেন একসঙ্গে একই জায়গায় বেশি মানুষ জমায়েত হবেন না। বিশেষ করে পাড়ার মোড়ে কোনো জায়গায়। সকলকে নিজের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখার কথাও তাঁরা প্রচার করেন। অযথা বাড়ি থেকে না বেরুনো এবং সর্বপরি যাঁরা বাইরের রাজ্য বা দেশ থেকে বাড়ি ফিরছেন তাঁরা এবং তাঁদের পরিবার যেন অবশ্যই ১৪ দিন বাড়িতে থাকবেন কোনো মতে পাড়ার বা গ্রামের লোকের সাথে মেলামেশা করা যাবে না। এটা তাঁদের এবং গ্রামের সকলের জন্য মঙ্গলজনক।