মেছেদার ভূমিকন্যা সীমা বেরা জীবন সংগ্রামের লড়াইয়ের স্বীকৃতি পেলেন

লুতুব আলি, নতুন গতি : মেছেদার ভূমিকন্যা সীমা বেরা জীবন সংগ্রামের লড়াইয়ের স্বীকৃতি পেলেন। ZEE বাংলা আয়োজিত দিদি নং ১ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন পূর্ব মেদিনীপুরের ভূমি কন্যা সীমা বেরা । জীবন সংগ্রামের লড়াই য়ে তিনি অপরাজেয়। অনুষ্ঠানের সঞ্চালিকা বিশিষ্ট অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সীমা বেরা র লড়াইয়ের জীবনের কথা শুনে তাকে উচ্চ প্রশংসিত করেন। এই অনুষ্ঠানটি যদিও এখনো টেলিকাস্ট হয়নি। গতকাল ২২ সেপ্টেম্বর দিদি নং ১এর অনুষ্ঠানটি র ইনডোর শুটিং শেষ হয়েছে। সীমা বেরা ১১ বছরের মেয়েকে নিয়ে একা নিজেই লালন-পালন করছেন ও শিক্ষা দিয়ে চলেছেন। কন্যার একাডেমিক শিক্ষার খরচ দিন দিন বাড়তে থাকায় তিনি উদ্বিগ্ন। স্বামীহারা সীমাদেবী অদম্য মনের জোড়ে বন্ধুরময় পথ অতিক্রম করে চলেছেন। মেছেদার কাছে শহীদ মাতঙ্গিনী ব্লক সংলগ্ন এলাকায় একটি আই সি ডি এস সেন্টারের তিনি শিক্ষিকা। মেয়েকে মানুষ করতে তাকে টিউশনিও করতে হয়। দিদি নং 1 এর অনুষ্ঠানে সকল প্রতিযোগীনিদের টোপকে তিনি চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। অনুষ্ঠানটি খুব শীঘ্রই জি বাংলা টেলিভিশনে সম্প্রচারিত হবে। টেলিকাস্ট হলে দর্শকেরা তার জীবন সংগ্রামের কাহিনী সবিস্তারে শুনতে পাবেন। ছোটবেলা থেকেই সীমা বেরা প্রতিযোগিতামূলক কুইজ ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। এক সাক্ষাৎকারে সীমা বেরা বলেন, জি বাংলা দিদি নং 1 এর অনুষ্ঠানে আমাকে যে সম্মান দিলেন তা আমার জীবনের চলার পথে এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জি বাংলা টেলিভিশনের সংশ্লিষ্ট অনুষ্ঠানের সমস্ত কর্তৃপক্ষদের প্রতি আমি কৃতজ্ঞ। সিমা দেবীর একমাত্র লক্ষ্য সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে একমাত্র মেয়েকে মানুষ করা।