|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়লাভ করে বিজেপি।পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভায় বিজেপি ভালো ফলাফল করছে। সেই উপলক্ষে সোমবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে বিজেপি পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল। নন্দীগ্রামে পূর্ব পাড়া থেকে বিজয় মিছিল শুরু হয়ে, মিছিলটি গোটা গ্ৰাম পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং ব্লক মন্ডল সভাপতি স্বপন কুমার দত্ত সহ প্রমুখ। ১০০জন বিজেপি কর্মী বিজয় মিছিলে পা মেলায়। বিজেপি মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।