জল জঙ্গল জমি অধিকার রক্ষার দাবিতে গন সমাবেশ বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: কাল ১৫ সেপ্টেম্বর বীরভূম জেলার খয়রাশোল গোষ্ট ডাঙ্গাল প্রাঙ্গণে ভাদ্রের প্রখর রোদ মাথায় নিয়ে দেবগঞ্জ, বাস্তবপুর, মসলিয়া, কয়রাবুনি প্রভৃতি গ্রামের শিশু, পুরুষ, মহিলা সমস্ত স্তরের আদিবাসীরা বীরভূম আদিবাসী গাঁওতার উদ্যোগে আদিবাসীদের “জল- জঙ্গল- জমি “অধিকার রক্ষার দাবিতে গন সমাবেশে জমায়েত হয়। সারিবাগান মোড় থেকে জেলা ও কোলকাতা থেকে আগত অতিথিদের মোটরসাইকেল মিছিলের মাধ্যমে সংবর্ধনা জানানো, পাশাপাশি মঞ্চে ও তোলা হয় আদিবাসী নৃত্য পরিবেশন করে। আদিবাসী গাঁও তার জেলা সম্পাদক সুনীল সরেন তার বক্তব্যে আদিবাসী অধ্যুষিত এলাকায় খোলামুখ কয়লাখনি হলে পরিবেশ সহ আদিবাসীদের জীবন জীবিকা অর্জনের ক্ষেত্রে ও সমস্যা দেখা দিবে তাই খোলামুখ কয়লাখনি বন্ধের দাবিতে সমস্ত আদিবাসীদের একত্রিত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। উল্লেখ্য এ বিষয়ে আগেই স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয়। আদিবাসী আন্দোলনে সামিল হতে তথা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এদিন “সেভ ডেমোক্রেসি” দলের পক্ষ থেকে ও মঞ্চে বক্তব্য রাখেন বক্তারা।এদিন উপস্থিত ছিলেন সেভ ডেমোক্রেসির পক্ষে প্রাপ্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, দীপালি ভট্টাচার্য, চঞ্চল চক্রবর্তী, সোমনাথ মুখার্জী প্রমুখ।সকল বক্তার বক্তব্যে খোলামুখ কয়লাখনি বন্ধের দাবি উঠে। একান্ত সাক্ষাৎকারে প্রাপ্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানান সেভ ডেমোক্রেসির ভূমিকা হবে আইনের সহায়তা ও এই আন্দোলনের সাথে যুক্ত থাকা, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে, জীবন জীবিকা অর্জনের পথ ও বন্ধ হবে, সরকারি আইন লঙ্ঘন করা হচ্ছে ইত্যাদি বিষয়ে বিস্তারিত শোনালেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় শিক্ষক সুকুমার সরেন। জঙ্গল কাটা যেমন বন্ধ করা হয়েছে তেমনি পরবর্তী পদক্ষেপ সরকার গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের সকল বক্তার বক্তব্যে ফুটে ওঠে।