|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- রামনগর থানার অন্তর্গত সাধুর হাট এলাকায় চাঁদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপিত হল আজ। ৭৫ তম বৎসর উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্র-ছাত্রী এবং বিশিষ্ট গুণীজন ব্যক্তিদের উপস্থিতিতে এই প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত হলো। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের সাথে সাথে নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত হলো। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের সহকারী প্রধান শিক্ষক স্বামী শ্যামসুন্দরানন্দজি মহারাজ এবং ATI নেতাজী সুভাষ অ্যাডমিনিস্ট্রেটেড ইনস্টিটিউট পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য কার্যালয় আধিকারিক গৌড়হরি খাড়া, ডায়মন্ড হারবার SDPO মিঠুন কুমার দে, ডায়মন্ড হারবার ADI ব্রজেন্দ্রনাথ মন্ডল এবং রামনগর থানার আইসি তুষার কান্তি সরদার,বিশিষ্ঠ সমাজসেবী কবিরুল ইসলাম শেখ,প্রবীণ সাংবাদিক কিংশুক ভট্টাচার্য সহ চাঁদা হাই স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা দাশগুপ্ত সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।