পঞ্চায়েত প্রধানের আত্মসহায়কের উপর হামলা কুলতলিতে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ চব্বিশ পরগনা : ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার জালাবেরিয়া ১অঞ্চল প্রধান অসীম হালদারের আত্ম সহায়ক গোপীনাথ অধিকারীর উপরে দুষ্কৃতীদের হামলা চালায় ,এমনই জানালেন কুলতলি বিধানসভার জালাবেড়িয়া এক নম্বর অঞ্চল প্রধান অসীম হালদারের। অপর দিকে স্থানীয়দের দাবি গোপীনাথ অধিকারী আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার সময় পাশের গ্রামের এক গৃহবধূর বাড়িতে যাওয়ায়, ওই সময়ে গৃহবধূর স্বামী বাড়ীতে না থাকায় সেই সুবাদে গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা দেখেন। পরে জনরোষে পড়েন গোপীনাথ অধিকারী, স্থানীয় বাসিন্দারা উত্তম-মধ্যম দিতে থাকেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অসীম হালদার পরে তাকে উদ্ধার করে নিয়ে জয়নগর রুরাল হাসপাতালে আনলে ডাক্তার বাবু প্রাথমিক চিকিৎসার পর তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন । মাথায় চোটের কারণে, তাকেপাঠিয়ে দেন। অপর দিকে গোপীনাথ অধিকারী বলেন পঞ্চায়েতের নথি চাইতে ওর বাড়িতে আনুমানিক সাড়ে সাত টার সময়ে আমি যাই। আমাদের গ্রামে বাড়ি ওই গৃহবধূর এখন একটু দূরে পাশের গ্রামে বাস করেন,আমরা সবাই একই বুথের ভোটার । আমার সম্মান নষ্ট করার জন্য পরিকল্পনা করে আমার উপর চড়াও হয়ে আমার প্রাণে মারার চেষ্টা করে, আমি ওদের আপনাদের মাধ্যমে আমার উপরে আক্রমণ কারীদের শাস্তির দাবী জানাই । স্থানীয় বাসিন্দারা বলেন গোপীনাথ অধিকারী দীর্ঘদিন ধরে ওই মহিলাকে উত্ত্যক্ত করছিল আজ তাকে স্থানীয়রা হাতে নাতে ধরে এলোপাতাড়ি মারতে থাকে । পরে স্থানীয় এক ব্যক্তি প্রধান অসীম হালদার কে জানালে অসীম হালদার তার দলবল নিয়ে গোপীনাথ অধিকারী কে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে কুলতলি থানার আই সির নির্দেশে সরেজমিন তদন্ত যান কুলতলী থানার পুলিশ বাহিনী। গ্রামের মানুষ দের আস্থা পুলিশের উপর ।