আইএসআই- এর চর বিজেপি ও বজরং কর্মী গ্রেফতার

জাকির হোসেন সেখ, ২৫ আগস্ট, নতুন গতি: বিদ্বেষ ছড়াতে পাকিস্তানি দালাল বলে তকমা লাগানো হয় ভারতীয় মুসলিমদের প্রতি অথচ বাস্তবে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই অর্থাৎ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স- এর হয়ে কাজ করার অভিযোগে হর হামেশাই গ্রেপ্তার হচ্ছেন বজরং দল ও বিজেপির মতো উগ্র হিন্দুত্ববাদী দলের কর্মীরা। আর সেই খবর নির্দিষ্ট উদ্দ্যেশ্যে বেমালুম চেপেও দিচ্ছে পেড নিউজের ঠিকা নেওয়া দেশের বেশিরভাগ দালাল মিডিয়া হাউস। গত ২১ আগস্ট বুধবার মধ্যপ্রদেশের সতনা জেলার কোলবা থানা এলাকা থেকে বজরং দল ও বিজেপির পাঁচজন নেতাকে আইএসআইয়ের চর হিসেবে গ্রেফতার করা হয়। দু একটা সংবাদ মাধ্যম পাঁচজন আসামির মধ্যে বলরাম সিং, সুনীল এবং শুভম হিসাবে যে তিনজনের নাম প্রকাশ করেছে, সেটা তাদের আসল পরিচয় কিনা তার নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। মনে করা হচ্ছে, আটককৃত যে দুজনের নাম এখনও প্রকাশ করা হয়নি, সম্ভবত তাঁরা দু’জনেই বিজেপির রাঘোব বোয়াল। সকলের বিরুদ্ধে অভিযোগ, জাল সিম কার্ড ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে তাঁরা দেশের গুরুত্বপূ্র্ণ সরকারি নথি আইএসআইকে পাচার করছিলেন। দেশের ভেতরে অনেকগুলো সন্ত্রাসবাদী হামলায় মদত দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। প্রচুর অর্থের বিনিময়ে তাঁরা পাকিস্তানের আইএসআইয়ের কাছে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন। দেশ বিরোধী কার্যকলাপে এর আগেও বহুবার নাম জড়িয়েছে বজরং দল ও বিজেপির নেতাদের বিরুদ্ধে। ২০১৭ সালে বজরং দলের নেতা বলরাম সিং সহ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতা ধ্রুব সাক্সেনা এবং বেশ কয়েকজন বিজেপি নেতাকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বইয়ের সন্ত্রাস দমন শাখা তাঁদের গ্রেপ্তার করেছিল। দেশদ্রোহীতার মতো ভয়ংকর কার্যকলাপে যুক্ত থাকার পরেও শুধু বিজেপির নেতা কর্মী হ‌ওয়ার কারণে আসামিদের ছেড়ে দিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার‌ও সেই ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা, সেটাই এখন দেখার।