|
---|
নতুন গতি খেলা ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচেও লজ্জার হার ভারতের। এদিন ৩৫ রানে ম্যাচ জিতে নিয়েছে অজিরা। সেইসঙ্গে ৫ ম্যাচের সিরিজ ২-৩ জিতে নিল তারা। এর আগে টি২০ সিরিজেও হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে।
বুধবার দিল্লির ফিরোজ শা কোটলায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে তারা। উসমান খোওয়াজা ১০৬ বলে শতরানের ইনিংস উপহার দেন। টার্গেট তাড়া করতে নেমে ২৩৭ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
২৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দলের রান যখন মাত্র ১৫ তখন ভারতের প্রথম উইকেট পড়ে। ব্যক্তিগত ১২ রানের মাথায় আউট হন ধাওয়ান। দলের ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।