|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বিশ্বভারতী’র এক প্রাক্তন ছাত্রীর বাবা ক্যান্সারে আক্রান্ত । বান্ধবীর বাবার চিকিৎসার অর্থ সংস্থানের জন্য নতুন ভাবনা নিয়ে এগিয়ে এলেন সঙ্গীত ভবনের পড়ুয়ারা। তাঁকে সাহায্য করার জন্য পড়ুয়ারা গান-বাজনা করে অর্থ সংগ্রহ শুরু করেছেন। সতীর্থদের এই উদ্যোগে আপ্লুত ওই ছাত্রী ও তাঁর পরিবার। পড়ুয়াদের এই উদ্যোগে কার্যত ধরা পড়ল সামাজিকতার, মানবিকতার তথা বিপদের সময় বান্ধবীর পাশে দাড়াতে শুধু সাহস দিয়ে নয় জোটবদ্ধ ভাবে অর্থ সংগ্রহের জন্য রাস্তায় নেমেছে গান বাজনা সহযোগে। পড়ুয়াদের এইরূপ ভূমিকায় বিশ্বভারতীর অধ্যাপক মহল শুধু খুশিই নয়, গর্বিতও। উল্লেখ্য বিশ্বভারতীর ইতিহাস বিভাগ থেকে ২০১৯ সালে পাশ করে ঋতুপর্ণা দাস। তাঁর বাবা দেশপ্রিয় দাস বেশ কিছুদিন ধরেই অসুস্থ।কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে জানতে পারা যায়, বাবা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য এই মুহূর্তে প্রয়োজন প্রায় ৪০ লক্ষ টাকা। সেই কথা শুনে উক্ত মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত। নিজেদের সম্পত্তির সমস্ত কিছু বিক্রি করলেও ঐ টাকা জোগাড় করা সম্ভব নয় ঋতুপর্ণা’ র পরিবারের।
বান্ধবীর এই কঠিন মুহূর্তের খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন বিশ্বভারতীর সতীর্থরা।তাঁরা নিজেরাও পড়ুয়া।অসম্ভব তাঁদের মনের জোর এর সঙ্গে আছে সুরের জাদুতে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা। গিটার, দোতারা, খমক হাতে গান গেয়ে শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে অনুদান সংগ্রহে নেমেছেন সহপাঠীরা।শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পড়ুয়ারা রবীন্দ্রসংগীত সহ আঞ্চলিক গানের সঙ্গে সাধারণ মানুষকে অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছেন। সেই অর্থ তুলে দেওয়া হবে ছাত্রীর হাতে তার বাবার চিকিৎসা করানোর জন্য বলে জানা যায়।