|
---|
শুভদীপ পতি; পূর্ব মেদিনীপুর: গত পরশু সকালে নিজের ৮ বছরের পুত্র সন্তানকে সাথে নিয়ে নিখোঁজ হয়েছেন মমতা মান্না নামে এক গৃহবধূ। স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকার ফলেই মমতা দেবী দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকার চাকনান বিশালচক গ্রামে পিতৃগৃহে থাকতেন বলে জানা গিয়েছে। ঘটনার দিন তিনি তাঁর মেজ দিদির বাড়ি চণ্ডীপুর থানারই দেবীয়া-তে যাবেন বলে বের হন। সাথে ছিল তাঁর ৮ বছরের পুত্র সন্তান দেব মান্না।
পরে বেলা বাড়ার সাথে সাথে মমতা দেবীর স্বামী দেবাশীষ মান্না কোনোভাবেই মোবাইল তাঁর স্ত্রীর সাথে যোগাযোগ করতে না পারায় চিন্তিত হয়ে পড়েন। বিকেল গড়িয়ে সন্ধ্যে হলেও খবর মেলেনি মমতা দেবীর। মমতা দেবীর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির তরফে খোঁজ চলতে থাকে বিভিন্ন আত্মীয়দের সাথে। কিন্তু, কোথাও থেকে কোনো সন্ধান মেলেনি।
দু-পক্ষ্য মমতা দেবীর কোনো প্রকার যোগাযোগ না পেয়ে শেষমেশ গতকাল সকালে মমতা দেবীর বাবা মনোরঞ্জন সাউ এবং স্বামী দেবাশীষ মান্না মিলে পুলিশের দ্বারস্থ হন।
এদিকে মমতা দেবীর স্বামী দেবাশীষ মান্না তাঁর ছেলে দেব মান্নার সন্ধানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি ছেড়ে সন্ধ্যন দাতাকে নগদ কুড়ি হাজার টাকা পুরস্কৃত করার কথা ঘোষণা করেন।
ঠিক এর পরেই রহস্য দানা বাঁধতে শুরু করে। দেবাশীষ বাবু জানান, তিনি অচেনা এক নাম্বার থেকে ফোন পান। যেখানে নাম গোপন রেখে দাবি করা হয়, স্থানীয় হাঁসচড়া এলাকায় ফারুক নামে যুবকর কাছেই নাকি রয়েছেন মমতা দেবী এবং দেব।
এই ফোন কলের পরেই পরকীয়া প্রেমের গন্ধ পেতে থাকেন দেবাশীষ মান্না। তবে শেষ পর্যন্ত মমতা দেবী তাঁর সন্তানকে নিয়ে বাড়ি ফিরবে কিনা, এই নিয়ে চিন্তিত রয়েছেন দুই পরিবার। ঘটনার তদন্তে নেমেছে চণ্ডীপুর থানার পুলিশ।