দিলীপ ঘোষের মুখে ফের বেফাঁস মন্তব্য CAA নিয়ে যাঁরা ভুল বোঝাচ্ছেন, তাঁদের মা-বাবার ঠিক নেই

নিজস্ব প্রতিবেদন ,নতুন গতি:-ফের বেফাঁস মন্তব্য করলেন দিলীপ ঘোষ। CAA নিয়ে আবারও দিলীপের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে ৷ এদিন তিনি বলেন, ‘মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ যাঁরা ভুল বোঝাচ্ছেন, তাঁদের মা-বাবার ঠিক নেই।’ হাওড়ার সভা থেকে আক্রমণ দিলীপের।
তবে নিজের মন্তব্যে অনড় দিলীপ ঘোষ ৷ তিনি নিজের সাফাইয়ে আরও বলেন,‘আমায় যে যা খুশি বলুক ৷ মিথ্যা প্রচার সহ্য করব না ৷ মা-বাবার পরিচয়পত্র লাগবে বলা হচ্ছে ৷ কেন এভাবে ভুল প্রচার চলছে ৷ মা-বাবার পরিচয়পত্র লাগবে না ৷’
দিলীপর মন্তব্যের তীব্র নিন্দা করে সিপিএম নেতা শমীক লাহিড়ি জানিয়েছেন, ‘অশালীন মন্তব্য। মস্তানদের ভাষায় কথা বলছেন দিলীপ ঘোষ।’ অন্যদিকে তাপস রায় দিলীপের মন্তব্যের নিন্দা করে বলেন,‘সংস্কৃতি বিরোধী,ইতরশ্রেণির মানুষ ৷ কোনও নেতার ভাষা এরকম ভাবা যায় না ৷’
‘পাগলের কথার উত্তর দিতে নেই ৷ বিজেপি জোকারের পার্টি’, বললেন আবদুল মান্নান ৷
এর আগে গত রবিবার, নদিয়ার রানাঘাটের সভা থেকে তিনি বলেন,‘উত্তরপ্রদেশের মতো এখানেও বিক্ষোভকারীদের গুলিকরে মারা হবে ৷’ যার জেরে ঘরে-বাইরে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। রাজ্যের সব রাজনৈতিক দলগুলি দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দা করে। বিজেপির অন্দরেও সমালোচিত হন দিলীপ ঘোষ।