|
---|
আবু সিদ্দিক খান : বারাসাত উত্তর কাজীপাড়া মাষ্টার কলোনির “উত্তরাচল ডেভলপমেন্ট ট্রাস্ট” 75 তম স্বাধীনতা দিবস কোভিড বিধি মেনে প্রতি বছরের ন্যায় এবারও ট্রাস্টের নিজস্ব পা র্ক স্তিত মাঠে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাকাত প্রদানের মাধ্যমে উদযাপন করলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌর প্রশাসক মাওলানা হাফেজ আরিফ রেজা মহাশয়, ট্রাস্টের সভাপতি মোরজেন মন্ডল, সহকারি সভাপতি শিক্ষক মেহেবুব মন্ডল, সেক্রেটারি আবদুল ওদুদ মন্ডল সহ ট্রাস্টের অন্যান্য সকল সদস্য – সদস্যারা। এইদিন ট্রাস্টের জাকাত তহবিল থেকে এলাকার ২৩ জন দুস্থ মানুষজনকে সেলাই মেশিন ,পুস্তক ,জরাজীর্ণবাড়ি মেরামতের ও কঠিন রোগের চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয় ।এছাড়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করা হয় ।ট্রাস্টের পক্ষ থেকে মানুষজন ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খাতে জাকাত প্রদান ও সারা বছর এলাকার মানুষের পাশে থাকার জন্য এলাকার মানুষজন উত্তরাচল ডেভলপমেন্ট ট্রাস্টকে আন্তরিকতার সাথে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।