|
---|
নতুন গতি, আজিজুর রহমান,গলসি : ডি ওয়াই এফ আই গলসি ২ অঞ্চল কমিটির ডাকে একটি বিক্ষোভ সভা করা হল। গলসি বাজারের পূর্ব বাস স্টান্ডে ওই বিক্ষোভ সভাটি করা হয়। সভায় উপস্থিত ছিলেন, ডিওয়াইএফআই এর পূর্ব বর্ধমান জেল সভাপতি অমিত কুমার মন্ডল ও সম্পাদক মন্ডলীর সদস্য তন্ময় দত্ত, গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক মনসিজ হোসেন, এবিপিটিএ বুদবুদ- গলসী জোনাল সম্পাদক মুস্তাক আহামেদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষক নেতা বিশ্বনাথ দাস সহ দলীয় নেতা কর্মীরা। ওই সভার সভাপতিত্ব করেন গলসি ২ আঞ্চলিক কমিটির সম্পাদক মনসিজ হোসেন। সভা শেষে কিছুক্ষন গলসির বাজারে ২ জাতীয় সড়কের সার্ভিস রোড় অবরোধ করা হয়। পুলিশ এলে তাদের সাথে কথা বলে তারা অবরোধ তুলে নেয়। ছাত্রনেতা মনসিজ হোসেন জানাই, কোলকাতার রাজপথে টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের প্রতিবাদ চলছে। তাদের উপর পুলিশের নির্মম অত্যাচার করা হয়েছিল। তাদের দলীয় নেতারা ওই ঘটনার প্রতিবাদ করতে গেলে বামপন্থী ছাত্র যুব নেতৃত্ব সহ বাম নেতাদের গ্রেফতার করে পুলিশ। মুলত তারই প্রতিবাদে তারা ওই কর্মসূচি নিয়েছেন। তিনি বলেন, রাজ্যে একটা চোরেদের সরকার চলছে। এরা সবকিছু লুট করছে। পঞ্চায়েত লুট, পঞ্চায়েত সমিতি লুট। এমনকি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি লুট করছে। এর বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের পিছনে পুলিশকে লাগিয়ে দিচ্ছে। কেউ গনতান্ত্রিক প্রদ্ধতিতে প্রতিবাদ করলেও তাদের ছাড়ছে না। তাই আমরা ছাত্র যুবরা এক হয়ে পথে নেমেছি। শেষ রক্তবিন্দু থাকা প্রযন্ত প্রতিবাদ চালিয়ে যাবো।