ভারতবর্ষ মোদির বাবার সম্পত্তি নয় মুরার‌ইয়ের জনসভা থেকে বিস্ফোরক অনুব্রত মণ্ডল

    নতুন গতি নিউজ ডেক্স: সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন কেন্দ্র। পশ্চিমবঙ্গের 42 নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীগণ শতাব্দী রায়ের সমর্থনে মুরারাই পশুঘাটে তৃণমূল কংগ্রেস কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল একের পর এক উন্নয়নমূলক প্রকল্প তথ্য তুলে ধরেন। তিনি বলেন, মোদি ইউপিআই ২00 মুসলিমকে এনকোটার করে হত্যা করেছে। আসামি 5 লাখ আদিবাসী বাস্তুহারা ছেড়ে চলে গেছে। লোকসভা ভোটের আগে ইশতেহার বিজেপির প্রকাশ্যে বড় বড় বাটলা দিয়েছিল তারাও একটিও পূরণ হয়নি বলে দাবি করেন আব্রবাত মণ্ডল। তিনি আরও বলেন, ভারতবর্ষের বাবার মোদির বাবার সম্পত্তি নয়, তিনি যা বলবেন তা শুনতে হবে। বাংলায় মোডি ধুয়ে মুছে ফেলা হবে। বাংলার মানুষ তার যোগ্য উত্তর দেবে বলে আশাবাদী।