পদ্মবনে কাবাডি শুরু দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সমর্থকদের মধ্যে ধুন্ধুমার মারামারি

 

    নতুন গতি নিউজ ডেক্স: সপ্তদশ লোকসভা নির্বাচন ঘিরে এমনিতেই প্রার্থী খুঁজতে নাজেহাল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। কিছুদিন আগেই বাড়িতে আসা এক সাধু কে ধরে বিজেপি প্রার্থী করে দিয়েছিলেন দিলীপ ঘোষ।

    এবার ব্যারাকপুরে বিজেপির কর্মীসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় ও দিলীপ ঘোষের সমর্থকদের মধ্যে ধুন্ধুমার মারামারি। বঙ্গ বিজেপি এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছে কখনো দিলীপ ঘোষের লাগামছাড়া কথাবাত্রা আবার কখনো সাম্প্রদায়িক কথাবার্তা বলে।