বাংলায় গেরুয়া উত্থান হলেও তৃনমূল কংগ্রেসের গড় অক্ষুন্ন থাকছে, বলছে এবিপি নিয়েলসনের সমীক্ষা

জাকির হোসেন সেখ,নতুন গতি, ৩০ মার্চ,কলকাতা: সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরমধ্যে শাসকদল তৃণমূল দাবি করে চলেছে তারা ৪২ এ ৪২পাবে, অন্যদিকে প্রধান প্রতিপক্ষ বলে দাবি করা বিজেপির বলছে তারা ২২-২৩টা আসন পাবে। তার মাঝখানে গত ২৮ এবং ২৯ মার্চ পর পর দুদিন ধরে প্রকাশিত হল এবিপি ও নিয়েলসনের ওপিনিয়ন পোল। যদিও সেই সমিক্ষা কতটা সঠিক হবে, সে ব্যাপারে এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে দু’দিনই বলেছেন যে, ‘কোনো কোনো আসনের ক্ষেত্রে নিয়েলসনের সমিক্ষাকে আমার নিজেরও অবাস্তব বলে মনে হলেও হাতে পাওয়া সমিক্ষাটাই হুবহু তুলে দিচ্ছি এখানে।’

    এবিপি নিয়েলসনের সমিক্ষায় অবশ্য বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পাওয়াকে বড় করেই দেখানো হল। সমিক্ষা সত্যি হলে রাজ্যে দ্বিতীয় শক্তিশালী দল হিসাবে বিজেপির আত্মপ্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
    দু একটা আসন এদিক ওদিক হলেও বাংলায় শাসকদলের গড় অক্ষুন্ন থাকছে বলেই দাবি করেছে এবিপি-নিয়েলসনের সমীক্ষা।

    সমিক্ষায় কংগ্রেসের আসন ৪ থেকে ৩ এ নেমে যেতে পারে বলে দেখানো হয়েছে। পাশাপাশি শতাংশের হিসাবে সম্মানজনক অবস্থানে থাকলেও আসন সংখ্যার বিচারে শূন্যতেই থেমে থাকতে হবে বামেদের বলে জানিয়েছে সমিক্ষা। গতবারের দুটো আসন‌ই হাতছাড়া হতে চলেছে বামেদের।

    সবমিলিয়ে এবিপি-নিয়েলসনের সমিক্ষা মতে ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোট শতাংশ হলঃ-

    তৃণমূল কংগ্রেস – ৩৭%
    বিজেপি – ২৬%
    বামফ্রন্ট – ২৪%
    কংগ্রেস – ৯%
    অন্যান্য – ৪%

    আর দলগত আসন প্রাপ্তি হলঃ-
    তৃণমূল কংগ্রেস – ৩১
    বিজেপি – ৮
    কংগ্রেস – ৩
    বামফ্রন্ট – ০
    অন্যান্য – ০

    এবিপি-নিয়েলসনের সমিক্ষায় কোন আসন কে পাচ্ছেঃ-

    ১)) কুচবিহার – তৃণমূল কংগ্রেস

    ২) আলিপুরদুয়ার – বিজেপি

    ৩)) জলপাইগুড়ি – তৃণমূল কংগ্রেস

    ৪) দার্জিলিং – বিজেপি

    ৫) রায়গঞ্জ – বিজেপি

    ৬) বালুরঘাট – বিজেপি

    ৭)) মালদা উত্তর – তৃণমূল কংগ্রেস

    ৮} মালদা দক্ষিণ – কংগ্রেস

    ৯} জঙ্গিপুর – কংগ্রেস

    ১০} বহরমপুর – কংগ্রেস

    ১১)) মুর্শিদাবাদ – তৃণমূল কংগ্রেস

    ১২) কৃষ্ণনগর – বিজেপি

    ১৩)) রানাঘাট – তৃণমূল কংগ্রেস

    ১৪) বনগাঁ – বিজেপি

    ১৫) ব্যারাকপুর – বিজেপি

    ১৬)) দমদম – তৃণমূল কংগ্রেস

    ১৭)) বারাসত – তৃণমূল কংগ্রেস

    ১৮)) বসিরহাট – তৃণমূল কংগ্রেস

    ১৯)) জয়নগর – তৃণমূল কংগ্রেস

    ২০)) মথুরাপুর – তৃণমূল কংগ্রেস

    ২১)) ডায়মন্ড হারবার – তৃণমূল কংগ্রেস

    ২২)) যাদবপুর – তৃণমূল কংগ্রেস

    ২৩)) কলকাতা দক্ষিণ – তৃণমূল কংগ্রেস

    ২৪)) কলকাতা উত্তর – তৃণমূল কংগ্রেস

    ২৫)) হাওড়া – তৃণমূল কংগ্রেস

    ২৬)) উলুবেড়িয়া – তৃণমূল কংগ্রেস

    ২৭)) শ্রীরামপুর – তৃণমূল কংগ্রেস

    ২৮)) হুগলি – তৃণমূল কংগ্রেস

    ২৯)) আরামবাগ – তৃণমূল কংগ্রেস

    ৩০)) তমলুক – তৃণমূল কংগ্রেস

    ৩১)) কাঁথি – তৃণমূল কংগ্রেস

    ৩২)) মেদিনীপুর – তৃণমূল কংগ্রেস

    ৩৩)) ঘাটাল – তৃণমূল কংগ্রেস

    ৩৪)) ঝাড়গ্রাম – তৃণমূল কংগ্রেস

    ৩৫)) পুরুলিয়া – তৃণমূল কংগ্রেস

    ৩৬)) বাঁকুড়া – তৃণমূল কংগ্রেস

    ৩৭)) বিষ্ণুপুর – তৃণমূল কংগ্রেস

    ৩৮)) বর্ধমান পূর্ব – তৃণমূল কংগ্রেস

    ৩৯)) বর্ধমান দুর্গাপুর – তৃণমূল কংগ্রেস

    ৪০) আসানসোল – বিজেপি

    ৪১)) বোলপুর – তৃণমূল কংগ্রেস

    ৪২)) বীরভূম – তৃণমূল কংগ্রেস