|
---|
সেখ সামসুদ্দিন : ১২ এপ্রিল, মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব আবার এক মানবিক আবেদনে সাড়া দিয়ে নজির রাখল। মেমারির ঝাপানতলা এলাকার কলেজ ছাত্রী মেহেন্দি খাতুনের পাশে দাঁড়ালো মেমারি-১ ব্লক স্টাফেরা। পিতৃহারা মেহেন্দি বর্ধমান মহিলা কলেজের ছাত্রী। অভাবী এই মেধাবী ছাত্রী কলেজের ফি দিতে পারছিলো না। সেই খবর জানতে পারেন মেমারি-১ ব্লকের বিডিও তথা রিক্রিয়েশন ক্লাবের সভাপতি ডা. আলি মহ: ওয়ালি উল্লাহ। তৎক্ষণাৎ তিনি ক্লাবের সদস্যদের নিয়ে আলোচনায় বসেন। সামান্য কিছু হলেও মেহেন্দিকে যদি সাহায্য করা যায়। এদিন মেহেন্দির কলেজে ক্লাস করতে যাওয়ার জন্য তার মায়ের হাতে কলেজের বকেয়া ফিজের জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। আর্থিক সাহায্য তুলে দিলেন বিডিও ডা. আলি মহ: ওয়ালি উল্লাহ। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, সদস্য সুমন্ত বসু সহ অন্যান্যরা।