|
---|
নিজস্ব প্রতিবেদন : গোপীবল্লভপুরের সভায় মমতা বলতে শুরু করেন,”২০১২ সালে বন্যার সময় নিরাপত্তা ছাড়া ঝাড়গ্রামে ঢুকে গিয়েছিলাম। নবমী পুজোর দিন। আমার গাড়ি ঢুকে গিয়েছিল গভীর জঙ্গলে। অনেক দূরে গভীর জঙ্গলে। হঠাত্ দেখছি, একটা পেঁচা এসে আমার গাড়িতে বসল। ভাবলাম জঙ্গল দিয়ে যাচ্ছি তাই”।
মমতা আরও বলেন,”কিছুক্ষণ পরে দেখলাম আবার একটা পেঁচা বসল। মানে আমাকে যেতে দেবে না। আমি ভুল রাস্তায় যাচ্ছি। এবার যখন আর একটু দূরে গিয়েছে দেখি একটা বড় সাপ রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ল”।
বলেন,’ভাই আমি আর যাব না ভাই। সাপে যখন বাধা দিয়েছে তখন নিশ্চয়ই কোনও বিপদ আছে। পুলিসকে জিজ্ঞেস করো”।
তারপর পুলিসকে জিজ্ঞেস করে জানতে পারলাম, গভীর জঙ্গলে ঢুকে গিয়েছে। তারপর ফিরে গেলাম। বন্যাক্লিষ্ট অঞ্চলগুলি ঘুরে দেখলাম, অতীত স্মৃতিচারণা করে বললেন মমতা।