|
---|
খাদিজা খাতুন : মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লকের কাবিলপুর এলাকার রঞ্জিতপুরে ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশনের পরিচালনায় বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ শিবির। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক ডাঃমিজানুর রহমান,প্রধান অতিথি – মহঃ মতিউর রহমান- কর্ণধার- কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি,বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মহঃ মুস্তফা শেখ- সম্পাদক – সমাজ বার্তা সংবাদপত্র ,আব্দুর রাকিব,আব্দুল মালেক – প্রাক্তন প্রধান – কাবিলপুর গ্রামপঞ্চায়েত,বিশিষ্ট শিক্ষক ও কবি আব্দুল লতিফ, ডাক্তার অধীর সরকার,ফিজিওথেরাপিস্ট ডাক্তার সালাহউদ্দিন,চর কাবিলপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মহঃ নাজিমুদ্দিন বিশ্বাস মহাশয় , আমিরুল ইসলাম প্রমুখ।উক্ত শিবিরে প্রায় ৩০ জন দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ প্রদান করা হয়।