এস এস সি প্রার্থীদের পাশে দাঁড়ালেন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সঙ্ঘের রাজ্য সভানেত্রী

নতুন গতি নিউজ ডেস্ক: এবার এস এস সি প্রার্থীদের পাশে দাঁড়ালেন ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সঙ্ঘের রাজ্য সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তী। ২০১৬ নবম-দ্বাদশ স্তরের ২৭৯ দিন অনশনরত মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীদের পাশে দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে নবম-দ্বাদশ স্তরের বঞ্চিত মেধাতালিকাভুক্ত শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের পক্ষে সওয়াল করেন তিনি।মাননীয়া বলেছিলেন মেধাতালিকাভুক্ত সকল প্রার্থীর চাকরি তিনি সুনিশ্চিত করবেন।তার উপর ভরসা রাখতে। তিনি কথা দিলে কথা রাখেন। মঞ্চ থেকে মানবাধিকার সংরক্ষণ সঙ্ঘের রাজ্য সভানেত্রী প্রশ্ন রাখেন; মুখ্যমন্ত্রী দুর্নীতির কারণে বঞ্চিত সকল মেধাতালিকাভুক্ত চাকরী প্রার্থীর চাকরি সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও আজ ও কেনো ২৭৯ দিন তাদের রাস্তায় কাটাতে হয়? কেনো আত্মঘাতী হয় মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থী? কেনো কৃষক মেহেনতি মজদুর সমাজের ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করেও দুর্নীতির শিকার হয়ে বঞ্চিত ই থেকে যায়? কেনো দুর্নীতির বলি হতে হয় শিক্ষিত মেধার?

    বঞ্চিতদের সমস্যা সমাধানের জন্য সঙ্গীতা চক্রবর্তী মহাশয়া গান্ধী মূর্তির পাদদেশ থেকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এর দাবী জানালেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির উপর ভরসা করে সম্পুর্ণ অরাজনৈতিকভাবে ২৭৯ দিন অতিক্রান্ত আন্দোলনকারী মেধাতালিকায় প্রথম দফায় ডাক পেয়েও সুপরিকল্পিত ভাবে বঞ্চিত হবু শিক্ষকদের জন্য।

    বঞ্চিত মেধাতালিকাভুক্ত আন্দোলনকারী এম ডি রাকিব হোসেন;সুখেন সরকার ও মঞ্চে উপস্থিত বঞ্চিত মেধাতালিকাভুক্ত প্রার্থীদের এর সাথে কথা বলে মানবাধিকার সংরক্ষণ সঙ্ঘের রাজ্য সভানেত্রী জানিয়েছেন;আজ স্কুল গুলো শিক্ষকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম। এদিকে মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের ন্যায্য অধিকারের দাবীতে। শীত; ঝড়; মহামারীর প্রচণ্ডতাকে উপেক্ষা করে তাদের দিন কাটে রাস্তায়। ন্যায্য চাকরীর দাবীতে মেয়েদের রাত কাটে অনশন মঞ্চে। তিনি মেধাতালিকাভুক্তদের অভিযোগ শুনে জানতে পারেন যে স্কুল সার্ভিস কমিশন নিজের গেজেট কে লঙ্ঘন করে নাম্বার প্রকাশ না করে মেধাতালিকা প্রকাশ করে; নিজের গেজেটে উল্লেখিত ১:১.৪ নিয়ম না মেনে নিয়োগ করে; আইনে মেধাতালিকায় পেছনের সারিতে থাকা প্রার্থীকে আগে নিয়োগ দেয়; এস এম এসে অবৈধ নিয়োগ দেয় গেজেট কে লঙ্ঘন করে; অকৃতকার্য প্রার্থীরা চাকরি পায় আর মেধাতালিকাভুক্ত প্রথম দফায় ডাক পেয়েও বঞ্চনার শিকার হয়।

    তিনি জানান;বঞ্চিত মেধাতালিকাভুক্তদের দাবী অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন নিজের গেজেটকে মান্যতা দিয়েই রেশিও মেনে ১:১.৪ অনুপাতে নিয়োগ করে আইনি পথে মেধাতালিকাভুক্ত সকলের চাকরী সুনিশ্চিত করুক।তবেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ণ হবে। তিনি আশা রাখেন; সোনার বাংলা গড়ার কান্ডারী মাননীয়া তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করে একদিকে যেমন শিক্ষক সংকট এর সমাধান করবেন; অন্যদিকে সম্পুর্ণ অরাজনৈতিক ভাবে ২৭৯ দিন অনশনরত আন্দোলনকারীদের সমস্যা সমাধান করে তার মানবিক মুখের পরিচয় দেবেন।