সুন্দরবনের বাঘ গননা করতে বসানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা

হাসান লস্কর, সুন্দরবন: সুন্দরবনে বাঘ গণনা করার লক্ষ্য-তারই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো সুন্দরবন টাইগার রিজার্ভ সুন্দরবনে। বাঘের অনুমানের জন্য ক্যামেরা ট্র্যাপিং এই অনুশীলনের জন্য বন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ কর্মসূচীতে প্রায় পঞ্চাশ জন কর্মী অংশগ্রহণ করে এবং মাঠের অনুশীলনে ট্র্যাপ ক্যামেরা স্থাপনের প্রোটোকল এবং ইনস্টলেশন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।

    আগামী ২৭শে নভেম্বর থেকে ক্যামেরা ট্র্যাপ অনুশীলন শুরু হবে এবং ক্যামেরাগুলি ৩৫ দিনের জন্য জঙ্গলে থাকবে ৷ এই বছর মহড়াটি প্রথম ধাপে দক্ষিণ চব্বিশ পরগনা সংরক্ষিত বিভাগের কিছু অঞ্চলের সাথে সুন্দরবন টাইগার রিজার্ভে এবং দ্বিতীয় ধাপে দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের অবশিষ্ট অঞ্চলে বসানো হবে।ট্র্যাপ পয়েন্টের মোট সংখ্যা: ৭৩২ টি জায়গায় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানো হবে। দুইটি করে ক্যামেরা মুখোমুখি বসানো হবে। এমনভাবে বসানো হবে সরাসরি দুইটি ক্যামেরার ছবি উঠতে সমস্যা সৃষ্টি যাতে না হয় তার জন্য বিশেষ কৌশলে এগুলো বসানো হবে।এই অবস্থানগুলিতে ব্যবহৃত ট্র্যাপ ক্যামেরার সংখ্যা: ১৪৬৪ গত আদম শুমারিতে, সমগ্র সুন্দরবনে বাঘের সংখ্যা ধরা হয়েছিল ১০১।