|
---|
মহাদ্দেস সেখ, বেলডাঙ্গা : শুক্রবার আমরা অসহায়ের বন্ধু সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিবেশ সচেতনা, শীত বস্ত্রদান ও রক্তদান সচেতনা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরে কড়াইতলা ঈদগাহ ময়দানে। এদিনের অনুষ্ঠানে ২৮০ জন দুঃস্থ অসহায় দের শীত বস্ত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, মাওলানা বদরুল আলম সাহেব, সম্পাদক মোঃ আলমগীর শেখ,এবং উপস্থিত ছিলেন মির্জাপুর নাগরিক মঞ্চ এর সম্পাদক রিয়াজুল ইসলাম ও খালেদুজ্জামান,ওবায়দুর রহমান ,গোলাম মাবুদ আমির হোসেন। রক্তদান জীবন দান সংস্থা এর পক্ষ থেকে হাবিবুর রহমান ইউসুফ শেখ এবং বাপ্পারুল মল্লিক প্ৰমুখ।