খানপুর প্রিমিয়ার লীগে সংবর্ধিত নিন্দা ও প্রতিবাদ ও রাহানুমা তাসনিম

মোঃ রিপন ,বীরভূম:

    শনিবার খানপুর প্রিমিয়ার লীগ শুরু হল এক রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যদিয়ে দলীয় কাজে ব্যস্ত থাকার কারনে উপস্থিত থাকতে পারেননি প্রধান অতিথি কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী ও বিধায়ক আব্দুর রহমান ।
    তাদের অনুপস্থিতিতে আজকের খেলার উদ্বোধন করেন মুরারই -১ নং পঞ্চায়েত সমিতি সভাপতি শাহানাজ বেগম ।A গ্রুপের মোট পাঁচটি দল মুখোমুখি হয় । সেখানে সংবর্ধনা দেওয়া হয় সমাজসেবী নিন্দা ও প্রতিবাদ গ্রুপকে। নিন্দা ও প্রতিবাদ তরফ থেকে মফিজুল ইসলাম রাজ্জাকুল ইসলাম পুরস্কার টি গ্রহণ করে , এছাড়া সেদিন পুরস্কৃত করা হয় ক্যারাটে চ্যাম্পিয়ন রাহানুমা কে । রবিবার B গ্রুপের পাঁচটি দল মুখোমুখি হবে । শাহানাজ বেগম বলেন ” আমাকে খুব ভালো লাগছে এই ধরনের টুর্নামেন্টে আসতে পেরে , বিধায়ক আব্দুর রহমান আজ দলীয় কাজে ব্যস্ত থাকার কারনে এখানে উপস্থিত হতে পারেননি এজন্য আমি তার হয়ে ক্ষমা প্রার্থী ।”
    নিন্দা ও প্রতিবাদ গ্রুপের প্রেসিডেন্ট মফিজুল শেখ বলেন ” নিন্দা ও প্রতিবাদ গ্রুপ কে খানপুর প্রিমিয়ার লীগ আজ সংবর্ধনা দিল এজন্য আমি খুব আনন্দ অনুভব করছি ।
    কেপিএল চেয়ারম্যান বলেন ” সকালের আকাশ দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে – আমাদের শুরুটা দেখে মনে হচ্ছে শেষ টাও ভালো হবে ।