কুইজ বিপ্লবের নতুন সংযোজন করিধ্যা কুইজ কেন্দ্র

মোঃ রিপন,বীরভূম:

    বর্তমানে ভারতবর্ষের পশ্চিম বাংলায় কুইজ কে নিয়ে যে মাতামাতি হয় হয়তো অন্য কোথাও সেরকম আবেগ চোখে পড়ে না। আপনি ধরে নিতে পারেন দেশের অগ্রগতির সাথে এসেছে কুইজের নানা পরিবর্তন। যে সময় ছাত্রছাত্রীরা দেশ-বিদেশের নানা অজানা তথ্য থেকে বঞ্চিত হতে চলেছে ঠিক সেই সময়ই ছাত্র-ছাত্রীদের কাছে নতুন ধ্রুবতারার মতো সমস্ত তথ্য পাঞ্চল ভাবে তুলে পরিবেশন করিয়ে সবার মনে একটা জায়গা করে নিয়েছে করিধ্যা কুইজ কেন্দ্র। বীরভূমের সিউড়ির 3 জন শিক্ষকের স্বপ্ন আজ বাস্তবে পরিণত। মিলন দে ,শুভঙ্কর দত্ত , অশোক মন্ডল সেই মানুষ যারা কুইজের ধারাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। উনাদের কথায় কুইজ এখন সম্পূর্ণ অন্য ঘরানাই এসে পৌঁছেছে। কুইজে নতুন সংযোজন হিসেবে এসেছে পাউন্স বাউন্স । টিভিতে জনপ্রিয় শো দাদাগিরি আদলে কুইজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাথে ছেলেদের সাথে মেয়েরা ও কুইজমুখী হচ্ছে, মেয়েদের জন্য এসেছে দিদি নম্বর ওয়ান যেখানে বেশ উপভোগ্য একটা সন্ধ্যা কুইজে অংশগ্রহণকারী ও উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মন্ডলীর জন্য আনন্দদায়ক হয়ে উঠছে। শুভঙ্কর দত্তের কথায় আমরা প্রায় 10 বছরের বেশি সময় ধরে কুইজের সাথে যুক্ত। ব্লক স্তর, পৌরসভা ও জেলা স্তর বহু জায়গায় কুইজ করিয়েছি। বর্তমানে আমরা ছাত্র-ছাত্রীদের কে অভিনব কুইজ উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।