লকডাউনে দুস্থদের পাশে দাঁড়াল বন্ধু গোষ্ঠী পিস পালস।

সংবাদদাতা,মোথাবাড়ি : করোনা ভাইরাস মানবজাতির সামনে এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাজ হারিয়েছেন অসংখ্য ছোট দোকানদার, ক্ষুদ্র ব্যাবসায়ী, দিনমজুর, বিড়ি শ্রমিক, রিক্সা চালক থেকে শ্রমিক, মজুরেরা। মালদা জেলার কলিয়াচক থানার অন্তর্গত রাজনগর গ্রামের এক বন্ধুগোষ্ঠী ‘পিস পালস’ নামে এই ভয়াবহ দুর্যোগের সময় এগিয়ে আসে। তারা নিজেরা আর তাদের পরিচিত মহলের আর্থিক অনুদানে ‘করোনা রিলিফ’ নামে এক পরিকল্পনা গ্রহণ করে এবং তা বাস্তবায়িত করতে তৎপর হয়। গত একমাস ধরে তারা বীরনগর ১, ২ এবং কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩০ টি গ্রামের প্রায় ৪০০ পরিবারকে চাল, ডাল, তেল, সোয়াবিন, এবং সাবানের একটি রিলিফ রেশন প্রদান করেন। এখানেই আটকে থাকেনি তারা। তারা তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় মালদা মেডিক্যাল কলেজ চত্বরে ৭০০ জনকে এক রাত্রের খাবার ব্যাবস্থাও করে। আগামীতে তাদের কর্মসূচি আরও প্রসারিত হবে এই আশ্বাস দিয়েছেন পিস পালস বন্ধুগোষ্ঠীর অন্যতম মুখ সিদ্ধার্থশঙ্কর ঘোষ। তার কথায়, “আগামীতে আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাড়ানোর যথাসম্ভব চেষ্টা করবো। আমাদের একটা অনুরোধ যারা আমাদের সাহায্য করেছেন তারা যেন আগামীতেও আমাদের হাত ধরে থাকেন।