|
---|
মালদ নতুন গতিঃ শহরের যানজট কমাতে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভা।
গত কয়েক বছর ধরে যানজটে জেরবার মালদা শহর। শহরের বিভিন্ন এলাকায় গঁজিয়ে উঠেছে ছোট ছোট বাজার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাত দখল করে দোকানদারি করছেন কয়েকশো ব্যবসায়ী। এর ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট। মালদা সহরের প্রাণ কেন্দ্র রথরাড়ি এলাকায় ৩৪ ং জাতীয় সড়কের একটি রাস্তা দখল চলে গেছে ফল ও সবজি বিক্রেতাদের কাছে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।
শহরে যানজটের অন্যতম কারণ লাগামছাড়া টোটোর দৌরাত্ম্য। সমস্ত বিষয় নিয়ে মঙ্গলবার একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় ইংরেজবাজার পৌরসভার সভা কক্ষে। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন, সদর মহকুমার শাসক পার্থ চক্রবর্তী, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা।
শহর থেকে যানজট কমাতে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভা।
সদর মহকুমার শাসক এবং ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান জানিয়েছেন, শহরকে যানজটমুক্ত করতে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বেআইনিভাবে যারা ফুটপাত দখল করে বসে আছে তাদের সরিয়ে অন্যত্র বসানোর চেষ্টা চলছে। এছাড়াও কেন শহরে যানজট সৃষ্টি হচ্ছে তানিয়ে বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে কড়া পদক্ষেপ নিবে প্রশাসন।