রাজ্যের উপকূলীয় অঞ্চল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, বারাসাত: বনসৃজনের মধ্যে দিয়ে অরণ্য সপ্তাহ উদযাপনের শুভ সুচনা হলো সারা রাজ্যব্যাপী। রাজ্যের উপকুলীয় অঞ্চল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সমগ্ৰ জেলা জুড়ে কয়েক লক্ষ গাছ রোপণ শুরু করা হচ্ছে বলে জানান জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সাহেব।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সারাবছর ব্যাপী পরিবেশ বিষয়ক সামাজিক পরিকল্পনা গ্রহণ করে চলেছে। সেই কাজকে তরান্বিত করতে উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেবের নেতৃত্বে বুধবার বারাসাত স্টেডিয়াম সংলগ্ন মাঠে প্রতিকী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলাশাসক শ্রী সুমিত গুপ্ত বৃক্ষরোপণ পরবর্তী সময়ে বলেন , রাজ্য সরকারের নির্দেশিকা যথাযত ভাবে মেনে খুব সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সবাই যেভাবে কাজ করছে তাকে স্বাগত জানাচ্ছি।
জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সাহেব বলেন আমাদের জেলায় প্রচুর সংখ্যক গাছ লাগানোর যে ব্যাবস্থা নেওয়া হয়েছে তার শুভ সুচনা সম্পন্ন হলো। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা তা দেখে অনুপ্রাণিত হই। মুখ্যমন্ত্রী সবুজশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের নবাগত সদস্যের জন্য একটি গাছ দেওয়ার কথা ঘোষণা করেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা পুরো জেলা জুড়ে ম্যানগ্ৰোভ গাছ লাগানোর পাশাপাশি বিভিন্ন ঔষধি গাছ সহ নানা প্রজাতির কয়েক লক্ষ গাছ রোপণ করা হবে বলে তিনি জানান। বনমহোৎসব সপ্তাহের অনুষ্ঠান টি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের আধিকারিক সহ বন দপ্তরের কর্তাব্যক্তিরা যেভাবে কাজ করছে সবাই কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ঞ্জাপন করেন ফারহাদ সাহেব।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডল, বিধায়ক তথা পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শ্রী নারায়ন গোস্বামী, সহকারি সভাধিপতি শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জি, অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল সেনগুপ্ত,বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জি, সহকারি প্রশাসক অশনি মুখার্জি, ডিভিশনাল ফরেস্ট অফিসার নিরঞ্জিতা মিত্র, রনিতা সহ বন দপ্তরের আধিকারিকবৃন্দ।