|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : মহানবী মুহাম্মদ সাল্লা্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি কুরুচিকর মন্তব্য ও কটুক্তি করার জন্য বিজেপি নেতা নবীন জিন্দাল ও নূপুর শর্মার ফাঁসির দাবিতে তেঘরি নাজিরপুর জনসাধারণের উদ্যোগে একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল বাহির হয়। এদিন পদযাত্রা শুরু হয় মুর্শিদাবাদ জেলার তেঘরীনাজির পুর ঈদগাহ ময়দান থেকে রেজিনগর পর্যন্ত।এদিন হাজার হাজার মানুষের মধ্যে থেকে নবীন জিন্দাল ও নুপুর সর্মার ফাঁসির দাবি এবং ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আওয়াজ উঠে আসে। তাছাড়া বিজেপি এবং আর.এস.এস. এর ঘৃনা মনোভাবের জন্য সবাই সমালোচনা করেন।