খড়দহের গান মেলার উদ্বোধন করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

লুতুব আলি, ১৬ ডিসেম্বর : উত্তর ২৪ পরগনার খড়দহে শুরু হল ৮ম খরদহ গান মেলা ২০২২. এই গান মেলার উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। খড়দহ আর্টিস্ট ফোরামের উদ্যোগে এই গান মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন খরদহ আর্টিস্ট ফোরামের কর্ণধার তথা সম্পাদক প্রসেনজিৎ ঘটক। গান মেলার উদ্বোধন করে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, গান এখন প্রাত্যহিক জীবনে খুবই জরুরী হয়ে পড়েছে। সুখ দুঃখের সঙ্গী হল গান। ইদানিংকালে মিউজিক থেরাপির মাধ্যমে হাজার হাজার অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠছেন। প্রসেনজিৎ ঘটক জানান, যাঁরা গান ছেড়ে দিয়েছিলেন সেই সমস্ত শিল্পীদের পুনরুদ্ধার করে আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত করা হয়েছে। অনেকে এখন স্ব ইচ্ছায় আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত হতে আসছেন। সমাজের হারিয়ে যাওয়া সংগীত শিল্পীরা আর্টিস্ট ফোরামের মাধ্যমে আবার মূল স্রোতে ফিরে এসেছেন। এই গান মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন দিনে থাকছে, প্রয়াত বাংলা চলচ্চিত্র পরিচালক তরুন মজুমদার, হিন্দি ফিল্মের মহানায়ক দেবানন্দ কে নিয়ে স্মরনানুষ্ঠা। এছাড়াও সান্ধ্যকালীন অনুষ্ঠানে নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতা অনুষ্ঠান। গান মেলার অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট গীতিকার ও কবি পরাশর বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদককে জানান, গান মেলা নিছকই গান মেলা নয়, এক ভালো রাখার মহৌষধি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খরদহ পৌরসভার পৌর মাতা নিলু সরকার, বিশিষ্ট চিত্রশিল্পী দীপক চন্দ্র সহ আর্টিস্ট ফোরামের কর্মকর্তাও সদস্যবৃন্দ। গান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সমাগমে বৈচিত্র মুখর হয়ে উঠেছিল।