জীবনের সমস্ত প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সীমা

শিলিগুড়ি: জীবন মানে বেঁচে থাকার লড়াই, সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার নামই জীবন। এই কথাগুলোর সাক্ষাৎ প্রমাণ শিলিগুড়ির সীমা চক্রবর্তী,বয়স 35। এই বয়সে যখন নিজের সংসার সামলানো বেশীরভাগ মেয়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ব্যতিক্রম সীমা, ঘর সংসার সামলিয়ে নিজের লক্ষ্য অবিচল রেখেছে সে। ভেটেরান্স অ্যাথলেটিক্সের আসর যেখানে যেখানে আয়োজিত হয় , প্রতিটা আসলে অংশগ্রহণ করে সীমা। শুধু তাই নয় পদক জয় প্রমাণ করে দেয় জীবনের সমস্ত প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

    মাস দুয়েক আগে কাঁচরাপাড়াতে ভেটেরান্স অ্যাথলেটিক্সের আসর বসেছিল। দুটি বিভাগে সে সোনা জিতেছিল। তার স্বামীর সামান্য আয় কোনরকমে সংসার চলে। খেলাধুলায় অংশগ্রহণ করা খরচ সাপেক্ষ, কোন সময় এনজিওতে কাজ করে, কোন সময় ট্রেনার হিসেবে কাজ করে টাকার ব্যবস্থা করে সে। এরকম পরিস্থিতিতে সীমা সরকারি এবং বেসরকারি সাহায্যের আবেদন জানিয়েছে। শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর এর বাসিন্দা সীমা হার না মানার মনোভাব নিয়ে জীবনে এগিয়ে চলার শপথ নিয়েছে।