|
---|
মইদুল ইসলাম, নতুন গতি :বীরভূম পুলিশে নতুন ভাবে যোগ হল টাইগার বাহিনী বা টাইগার ফোর্স নামে একদল বাইক বাহিনী।
বাঘের গায়ের মত রঙ এই বাইক গুলি। বাইকের সামনে হুটার লাগানো। প্রতিটি বাইকে থাকবে দুজন বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত পুলিশ।
বর্তমানে বীরভূমে রাজনৈতিক হিংসা বা অরাজনৈতিক হিংসার পরিমান বেড়েছে, তা সামাল দেওয়ার জন্য এই বিশেষ বাহিনী খুব তাড়াতাড়ি পৌছে পরিস্থিতি সামাল দেবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে মোট ৩৬ টি বাইক থাকবে যা ৩ টি মহাকুমায় (রামপুরহাট, বোলপুর ও সিউড়ি) ভাগ করে দেওয়া হবে।
বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন প্রথম এই বাইক বাহিনীকে দেখা যায় সিউড়ির রাস্তায়,যারা হুটার বাজিয়ে সিউড়ির এ প্রান্ত থেকে অপর প্রান্ত দাপিয়ে বেড়ালো।
প্রশাসনিক মহলের দাবী এই বাহিনী কাজ শুরু করলে সংঘর্ষ হোক বা দূর্ঘটনা খুব তাড়াতাড়ি পৌছে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।