|
---|
নিউজ ডেস্ক, নতুন গতি: সারদা তাজপুর হাই মাদ্রাসায় নির্মল বিদ্যালয় অভিযানের চিত্রে উপস্থিত আছেন মাদ্রাসার HM জনাব ইস্রাফিল মল্লিক সাহেব ,আরবি শিক্ষক মাওলানা নাসিরুদ্দিন খাঁন সাহেব ,শিক্ষক Sk Jamiur Rahaman Jewel সাহেব, প্রাক্তন শিক্ষক প্রশান্ত মাইতি বাবু ,শিক্ষক জবেদ আলি খাঁন সাহেব, অতিথি শিক্ষক শিক্ষক প্রবীর ঘোষ,শিক্ষক মাসুম হাসান ,শিক্ষিকা কাকলি মন্ডল মাদ্রাসার অশিক্ষক কর্মচারী আব্দুল গাফ্ফার সাহেব ও হোস্টেল মেট্রন Ahammad Mir. নির্মল বিদ্যালয় অভিযানে নেতৃত্ব দেন শিক্ষক জামিউর রহমান ও শিক্ষক মাওলানা শেখ মোহাম্মদ কালিমুল্লাহ৷