|
---|
আসিফ রনি ও আবদুস সামাদ, নতুন গতি, মুর্শিদাবাদ : শিক্ষা মানুষকে কুসংস্কার মুক্ত করে তোলে! শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যাক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে! শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ যা মানব সমাজে সকল কৃত্রিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। আর এই মানুষ তৈরির মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল কাসেম মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন তা ২০১৬ সালে মুর্শিদাবাদ জেলার লালগোলার কৃষ্ণপুরে উচ্চমাধ্যমিক স্তরীয় আধুনিক পরিকাঠামো যুক্ত উন্নত পরিষেবা প্রদানকারী বালক ও বালিকাদের পৃথক পৃথক ক্যাম্পাস সম্বনিত এক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের। যা এ.কে একাডেমী মিশনের পথ চলার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়।
এ.কে একাডেমীর সপ্তম বৎসর অতিক্রম করে অষ্টম বৎসরে পদার্পণ। আর এই অষ্টম বর্ষ পদার্পন উপলক্ষ্যে রবিবার সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশনের শিক্ষার্থীদের একাধিক প্রতিভা প্রদর্শনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকিত করে তোলে ! পাশাপাশি এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংশপত্র প্রদান ও মেধা তালিকা অবস্থানকারে পঞ্চম থেকে নবম শ্রেণীর কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোঃ আলী, একে একাডেমীর কর্ণধর আবুল কাশেম, প্রতিষ্ঠানের সম্পাদক মোঃ শহিদুল আলম ! এছাড়াও উপস্থিত ছিলেন লস্করপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, লালগোলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিশিষ্ট শিক্ষক জাহাঙ্গীর মিয়া, লালগোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একে একাডেমির প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার, প্রধান শিক্ষিকা হামিদা বানু।
এই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা ছাড়াও দূর-দূরান্তের একাধিক জেলা থেকে উপস্থিত হয়ে মঞ্চকে আলোকিত করেছেন একাধিক বিশিষ্টজনেরা। সর্বোপরি চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন একে একাডেমীর শিক্ষার্থীর অভিভাবক ও অভিভাবিকা গণের। এই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকটি অভিভাবক ও অতিথি বৃন্দদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয় প্রতিষ্ঠান প্রাঙ্গনে।