মালদায় বহিরাগতদের প্রবেশ নিষেধ, হরিশ্চন্দ্রপুরের কুশিদায় নাকা চেকিং পরিদর্শনে এসপি অলোক রাজোরিয়া

 

    হরিশ্চন্দ্রপুর, ২ এপ্রিল,মহ: নাজিম আক্তার:
    সারা দেশ জুড়ে চলছে লকডাউন।বহিরাগতরা যাতে এই মুহূর্তে মালদা জেলায় প্রবেশ করতে না পারে তার জন্য মালদা জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিংকের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কুশিদায় নাকা চেকিং পরিদর্শনে আসেন মালদা জেলার এসপি আলোক রাজোরিয়া। এদিন নাকা চেকিং পরিদর্শনে ছিলেন বিশেষ ফোর্স বাহিনী ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস।

    অলোক রাজোরিয়া জানান, লকডাউনের শুরুতেই বিহার-বাংলা বোর্ডার সংলগ্ন হরিশ্চন্দ্রপুরের কুশিদায় নাকা চেকিংকের ব্যবস্থা করা হয়েছে। বিহারের লোকেরা যাতে এই লকডাউন পরিস্থিতিতে বাংলা তথা মালদা জেলায় প্রবেশ করতে না পারে তার জন্য এই নাকা চেকিং।

    তিনি আরো জানান, ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কোয়ারেনটেন হোমের ব্যবস্থা করা হয়েছে। এবং এলাকায় যাতে কোনোরকম কালোবাজারি না হয় তা স্থানীয় প্রশাসন কে নজর দেওয়ারও কথা বলেন।

    হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান কুশিদা ও বিহারের আবাদপুর থানা সংলগ্ন এলাকায় নাকা চেকিংটি রয়েছে। স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের লোকেরা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত নাকা চেকিংয়ের দায়িত্বে রয়েছে। বিহার থেকে বাংলায় পন্যবাহি গাড়ি পারাপার করলেও মানুষের কোনো আনাগোনা নেই বলে জানান। বিশেষ প্রয়োজনে বাংলায় প্রবেশ করার আগে থার্মাল চেকিং করে প্রবেশ করানো হয় বলে প্রশাসন সূত্রে খবর।