চাপড়া ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিলেন ব্লক সভাপতি জেবের শেখ ‌

চাপড়া ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিলেন ব্লক সভাপতি জেবের শেখ ‌

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি নদীয়া: লকডাউনের ষষ্ঠ দিন থমথমে গোটা দেশ সহ রাজ্য বন্ধ জরুরী পরিষেবা ছাড়া বিভিন্ন দোকানপাট। বলা যেতে পারে কার্যত অঘোষিত বন্ধ চলছে গোটা রাজ্যজুড়ে। লকডাউনের জেরে গৃহবন্দি রাজ্যের সমস্ত মানুষ, সচেতনতামূলক বার্তা চলছে রাজ্যের প্রশাসনিক স্তর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।সচেতন করতে দেখা গেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলকে। আর লকডাউন এর প্রভাবে বন্ধ হয়েছে বিভিন্ন কর্মক্ষেত্র স্বাভাবিকভাবেই এই কর্মক্ষেত্র গুলি বন্ধ হওয়াতে অসহায় ও দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে রাজ্যের বিভিন্ন অসহায় দারিদ্র পরিবারগুলি। তাদের প্রতিদিনের রুজি-রোজগার প্রায় বন্ধের মুখে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কে একাধিকবার বলতে শোনা গেছে রেশন পরিষেবা সহ একাধিক পরিষেবার মধ্যে তাদের পাশে থাকার বার্তা। হয়তো এখনো পৌঁছায়নি ওই সমস্ত অসহায় মানুষদের কাছে। কিন্তু পিছিয়ে নেই রাজ্য শাসকদলের জনপ্রতিনিধিরা মূলত তাদের নিজেদের ব্যক্তিগত প্রচেষ্টায় সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন খাবার।

    আজ নদীয়ার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নদিয়া জেলা পরিষদের সদস্য জেবের সেখের উদ্যোগে চাপড়া ব্লকের বিভিন্ন গ্রামে ঘুরে অসহায় মানুষের হাতে চাল,আলু,পিঁয়াজ সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন ব্লক সভাপতি। স্বাভাবিকভাবে যখন গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিচ্ছেন তখন এলাকার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। দুই চোখ দিয়ে অসহায় মানুষদের চোখে জল ঝরছে, বাবা পাশে এই ভাবেই থাকবে। স্বাভাবিকভাবেই হাসি ফুটতে শুরু করে যে সমস্ত অসহায় পরিবার গুলির মদ্ধে।