প্রয়াত নেতাজি পরিবারের সদস‍্য তথা প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু

নতুনগতি প্রতিবেদক: চলে গেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও নেতাজি সুভাষ চন্দ্র বসু পরিবারের অন্যতম সদস্য কৃষ্ণা বসু। আজ সকালে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। এদিকে তাঁর প্রয়াণে বিভিন্ন মহলে শোকের ছায়া।

    উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির বসুর স্ত্রী কৃষ্ণা বসু পরপর ৩ বার যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। এ দিন হাসপাতালে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। মেয়র বলেন, ‘মায়ের মতো স্নেহ করতেন উনি। এই ক্ষতি কখনই পূরণ হওয়ার নয়। সবসময় আমাকে পরামর্শ দিয়েছেন। মেয়র হওয়ার পরেও তাঁর সঙ্গে কথা হয়েছিল। কীভাবে কাজ করা উচিত, সে বিষয়ে নানা পরামর্শ দিয়েছেন তিনি।’

    জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি তাঁকে ইএম বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। গত রাতে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ শনিবার সকাল ১০.২০ নাগাদ মৃত্যু হয় প্রাক্তন তৃণমূল সাংসদের। আজ রাতেই কৃষ্ণাদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর।