|
---|
শুভদীপ পতি; হলদিয়া: গৃষ্মের দাবদাহে তৃষ্ণার্ত পথিকের কণ্ঠ ভিজিয়ে তৃপ্তি আনতে উদ্যোগ নিল হলদিয়া ক্ষুদিরাম স্কোয়ার এলাকার “ক্ষুদিরাম স্মৃতি সংঘ” ক্লাব।
বলা বাহুল্য, হলদিয়ার বুকে এর আগে জলদান কর্মসূচি লক্ষ্য করা গেলেও, এবারের কর্মসূচি ধরা পড়ল এক আলাদা মাত্রায়, যা আগে দেখা যায়নি। হলদিয়া মহকুমা হাসপাতালের সম্মুখে উক্ত ক্লাবের তরফে যে জলদান কর্মসূচি দেখা গেল, তা এক্কেবারে যথারীতি মিনারেল যুক্ত জল।
তৃষ্ণার্ত এক পথিক ওই মিনারেল জল পান করার পর বলেন, রাস্তাঘাটে বেরোলে যেখানে সেখানে যেমন জল পান করা যায় না, তেমনই আমাদের মত দরিদ্রের পক্ষে জল কেনাও সবসময় সম্ভব হয়ে ওঠে না। এর সাথে তিনি ক্ষুদিরাম স্মৃতি সংঘের এই জলদান কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।